ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা সমিতির মানবিক সহায়তা বিতরণ

ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা সমিতির মানবিক সহায়তা বিতরণ
ছবি : মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিরিক্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা সমিতি এর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) ড. হারুন অর রশিদ বিশ্বাস।

ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশনের কাউন্সিলর এনামুল হক আবুল এর সহযোগিতায় অনুষ্ঠানে ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিবৃন্দ করোনায় ক্ষত্রিস্থ মানুষের মাঝে পোলাও এবং মিনিকেট চাল, সেমাই, গুঁড়া দুধ, চিনি, সয়াবিন, আলু, পেঁয়াজ এবং মশুরের ডাল বিতরণ করা হয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন