রাজশাহীতে শনাক্তের হার শূন্যে


রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (২৩ মার্চ) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। আর করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় এক জনের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন ও কুষ্টিয়ার এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতায় চাঁপাইনবাবগঞ্জের এক রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, মঙ্গলবার রাজশাহী মেডিক্যল কলেজের আরটি-পিসিআর ল্যাবে এই জেলার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে এক জনের শরীরেও করোনা শনাক্ত হয়নি। পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার শূন্যে নেমে এসেছে।
এমইউআর
