‘নাকে খত দিয়ে নির্বাচনে আসবে বিএনপি’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নাকে খত দিয়ে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (২৩ মার্চ) দুপুরে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি নাকে খত দিয়ে অংশ নেবে।’
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আমরা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করিনি। দেশের মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। তাই বিএনপির নির্বাচন ভালো লাগে না। আর ভালো না লাগার রোগে পেয়েছে মির্জা ফখরুলকে।’
ছাত্রলীগ হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো সংগঠন নয় উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগকে সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ত্যাগী নেতা তৈরির কারখানা হচ্ছে ছাত্রলীগ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে খালেদা জিয়া। খালেদা জিয়ার সময় শিক্ষা ছিল গুলশান ও বনানীর ছেলে-মেয়েদের জন্য। বিদ্যালয়বিহীন অবস্থায় ছিল দেশের এক হাজার ৪৯৫টি গ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব গ্রামগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান করে দিয়েছেন।
সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ব.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য মোজাফফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র ছানুয়ার হোসেন ছানুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর জামালপুরে ছাত্রলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ দিন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জামালপুর ছাত্রলীগের সভাপতি পদে খাবিরুল ইসলাম বাবু ও নাফিউল করিম রাব্বিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এসএম
