ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ক্রিকেটারদের জন্য ৩ কোটি টাকা পুরস্কার

ক্রিকেটারদের জন্য ৩ কোটি টাকা পুরস্কার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ দলের জন্য তিন কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। সেঞ্চুরিয়নে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল তামিম ইকবালের দল। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা জিতলেও শেষ ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে অলআউট করে সেই রান ৯ উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলছিলেন, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। মাননীয় সভাপতি সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

তিনি বলেছেন, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়েরা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন