ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

'তিন মাসে র‍্যাবের হাতে মৃত্যু হয়নি, যুক্তরাষ্ট্র এতেই খুশি'

'তিন মাসে র‍্যাবের হাতে মৃত্যু হয়নি, যুক্তরাষ্ট্র এতেই খুশি'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, গত ১০ ডিসেম্বরের পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বৈঠকে র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আলোচিত হয়েছে। মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গেও এটি নিয়ে আলোচনা হয়েছে। গত তিন মাসে র‌্যাবের হাতে কারও মৃত্যু হয়নি, এতেই তারা খুশি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর।

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বুধবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।

ড. এ কে আবদুল মোমেন বলেন, আমরা তাদের বলেছি পরিস্থিতির উন্নয়নে আমাদের যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সেটি আমরা নিচ্ছি। আমাদের সিস্টেমে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, যেটি অনেক সময় কার্যকরী হয় না। সেগুলো যাতে কার্যকরী হয়, সেই ব্যবস্থা নিচ্ছি।

এসময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর। আমাদের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাষ্ট্র এক নম্বরে রয়েছে। সুখে-দুঃখে তারা আমাদের পাশে আছে। আগামী ৫০ বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন