ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সহিংসতা মুক্ত রাজনৈতিক বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু এখনও তা দেখতে পারছি না- নাহিদ ইসলাম  পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা, মুসলিমরা পেলেন সুস্পষ্ট নির্দেশনা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল ভিসা পাবেন বিরল ম্যাচে ভুটানকে সহজে হারালো বাংলাদেশের মেয়েরা মাইডাস ফাইন্যান্স পিএলসি’র পরিচালক পদে নিয়োগ পেলেন বরিশালের সন্তান কামরুজ্জামান খান মাসুম অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার উন্নয়ন জাতীয় পর্যায়ে সম্মেলন ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক জুলাইয়ের চেতনাকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ইসির প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল
  • এটা আইপিএলের চেয়ে বড়

    এটা আইপিএলের চেয়ে বড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তর্কাতীতভাবেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। আর প্রথমবার আইপিএল খেলার সুযোগ পেয়েও ফিরিয়ে দিতে হয়েছে। তাসকিন আহমেদের মনে বিষাদের মেঘের আনাগোনা থাকাটা অস্বাভাবিক ছিল না। তবে দেশের জার্সি গায়ে চাপিয়ে তিনি উড়িয়ে দিলেন সেই কালো মেঘ। বল হাতে জ্বলে উঠে এনে দিলেন বাংলাদেশের ক্রিকেটে ঝলমলে এক দিন। ম্যাচে ও সিরিজে অসাধারণ পারফরম্যান্সে দলকে জেতানোর পর এই ফাস্ট বোলার দারুণ প্রশংসা আদায় করে নিলেন অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকেও।

    এবারের আইপিএলে চোটের কারণে ছিটকে পড়া পেসার মার্ক উডের বদলি হিসেবে তাসকিনকে দলে নিতে চেয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। জাতীয় দলের খেলার কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন। সেই তাসকিনই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম সিরিজ জয়ের নায়ক। সিরিজের শেষ ম্যাচে তিনি ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারের সাথে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। এরপরই পুরস্কার বিতরণী মঞ্চে তাসকিনকে তামিম বলেছেন- এটাই তার জন্য আইপিএলের চেয়ে সেরা প্রাপ্তি। 

    ম্যাচ শেষে তাসকিনকে নিয়ে সংবাদ সম্মেলনে এসেও একই কথার পুনরাবৃত্তি করলেন ওয়ানডে অধিনায়ক। তামিম বলেন, দেশের হয়ে খেলার চেয়ে বড় কোনো মোটিভেশন নেই। তাসকিন আইপিএলে খেলার দারুণ একটা সুযোগ পেয়েছিল। ও তরুণ, তার জন্য এটা (আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়া) কঠিন, এমন সুযোগ আপনি হাতছাড়া করতে চাইবেন না। তবে সে খুশি, দেশের জন্য খেলছে এবং ভালো করছে। ম্যাচ অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ পাওয়ার সময় ওকে বলেছি- এটাই তোমার আইপিএল, আইপিএলের চেয়েও বড় কিছু। সেও সহমত জানিয়েছে এবং খুশি আছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ