ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সহিংসতা মুক্ত রাজনৈতিক বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু এখনও তা দেখতে পারছি না- নাহিদ ইসলাম  পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা, মুসলিমরা পেলেন সুস্পষ্ট নির্দেশনা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল ভিসা পাবেন বিরল ম্যাচে ভুটানকে সহজে হারালো বাংলাদেশের মেয়েরা মাইডাস ফাইন্যান্স পিএলসি’র পরিচালক পদে নিয়োগ পেলেন বরিশালের সন্তান কামরুজ্জামান খান মাসুম অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার উন্নয়ন জাতীয় পর্যায়ে সম্মেলন ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক জুলাইয়ের চেতনাকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ইসির প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল
  • দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমে টাইগারদের উচ্ছসিত প্রশংসা

    দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমে টাইগারদের উচ্ছসিত প্রশংসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি টাইগাররা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। গতকাল তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল জয়ের পর প্রোটিয়া গণমাধ্যমেও বাংলাদেশের প্রশংসা করা হচ্ছে। এই ঐতিহাসিক জয়ে টাইগারদেরকেই কৃতিত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকার মিডিয়া।

    'দ্য সিটিজেন' লিখেছে, 'প্রোটিয়াদের হতবাক করে বাংলাদেশের  ঐতিহাসিক সিরিজ জয়। ' নিউজে লেখা হয়েছে, 'ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব ধ্বংস হয়ে গেল। ব্যাটে-বলে সবদিক দিয়েই দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে দিয়েছে বাংলাদেশ। '

    জোহানেসবার্গ টাইমস-এ সাংবাদিক টিসেতসো মালিপা শিরোনাম করেছেন, 'প্রোটিয়াদের বিব্রত করে বাংলাদেশি অতিথিদের প্রথম সিরিজ জয়। ' রিপোর্টে তিনি শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই নন, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে যাওয়া বাংলাদেশি সমর্থকদেরও উচ্ছসিত প্রশংসা করেছেন।

    'দ্য সাউথ আফ্রিকান' শিরোনাম করেছে, 'বাংলাদেশের কাছে ঐতিহাসিক সিরিজ হারে লজ্জায় ডুবল প্রোটিয়ারা। '  সংবাদে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের ইনিংস বিরতির সময়কার বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে, 'আমি বাংলাদেশের হয়ে ১৫ বছর ধরে খেলছি। আজ যদি জিততে পারি, সেটা হবে আমাদের সেরা অর্জনগুলোর একটি। '

    'ডেইলি মাভেরিক' শিরোনাম করেছে, 'প্রোটিয়াদের বিধ্বস্ত করে ২-১ ব্যবধানে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। ' যাতে ৫ উইকেট শিকারী তাসকিন আহমেদকে 'ধ্বংসাত্মক' হিসেবে উল্লেখ করা হয়েছে। 'ইন্ডিপেন্ডেন্ট অনলাইন' লিখেছে, 'প্রোটিয়াদের মুগুরপেটা করে সেঞ্চুরিয়নে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। '


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ