ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শ্রদ্ধা জানাতে এসে আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ

শ্রদ্ধা জানাতে এসে আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বাধীনতা দিবসে মানিকগঞ্জের সাটুরিয়ার শ্রদ্ধা নিবেদন করতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বালিয়াটি ইউনিয়নের আওয়ামী লীগের দুই পক্ষ। ওই ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, শনিবার সকালে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরদার।

প্রথমে রুহুল আমিন ও তার কর্মী সমর্থকরা ফুল দেন। এরপর আব্দুস সালামের কর্মী-সমর্থকরা ফুল দিতে গেলে তাদের সঙ্গে হট্টগোল বাঁধে। একপর্যায়ে তারা পরস্পরকে ধাওয়া, পাল্টা-ধাওয়া দেন।পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশকজন আহত হন। 

বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন বলেন, ‘বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী তাদের সাথে ফুল দিতে গেলে আমি আপত্তি করি। সোহেল আহমেদ কদিন আগে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচন করেছেন। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনা দুঃখজনক ও নিন্দনীয় ‘

বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী জানান, ‘গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে জয়লাভ করি। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে আমাকে সাময়িক বহিস্কার করে। পরে বহিস্কার প্রত্যাহার করা হয়। এ কারণে দলীয় ব্যানারে ফুল দিয়েছি।  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন আপত্তি করলে সংঘর্ষের রূপ নেয়।’

সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, ‘যারা এই স্বাধীনতা দিবসে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং হামলা করেছে তারা এদেশে বিএনপি জামায়াতের দোসর। এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন