ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

'মানুষের আশা-আকাঙ্ক্ষা ধুলোয় মিশিয়েছে সরকার'

'মানুষের আশা-আকাঙ্ক্ষা ধুলোয় মিশিয়েছে সরকার'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জিয়াউর রহমান। দীর্ঘ নয় মাস যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা ধূলির সঙ্গে মিশিয়ে দিয়েছে বর্তমান সরকার শেখ হাসিনা। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শেরে বাংলা নগরে বিএনপি'র উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরস্থানে পুষ্পার্ঘ্য ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান তার ঘোষণায় মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। জনগণের বিপ্লবের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য-সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন