ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বাউফলে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

বাউফলে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


পটুয়াখালীর বাউফলে উপজেলায় আগুন পুড়ে গেছে অন্তত ১৩টি দোকান। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কালাইয়া বন্দরের বেইলী ব্রীজের পূর্বপাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে ফিরোজের গ্যাসের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় মুদি মনোহরি, গ্যাস সিলিন্ডার, ফ্রিজ, রাইস মিল, চায়ের দোকান ও ফার্নিচারের দোকানসহ ২টি বসত বাড়ি।

বাউফল ফায়ার সার্ভিসের ইন্সেপেক্টর আরিফ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন