ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

আজ বিশ্ব নাট্যদিবস: সিরাজগঞ্জে নাট্যোৎসব শুরু

আজ বিশ্ব নাট্যদিবস: সিরাজগঞ্জে নাট্যোৎসব শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিশ্ব নাট্যদিবস উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হলো সপ্তাহব্যাপী নাট্যোৎসব। শনিবার (২৬ মার্চ) রাতে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মাহমুদুল হাসান লালন উপস্থিত ছিলেন।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও ইসাবেলা ফাউন্ডেশনের সহযোগিতায় এ নাট্যোৎসবে ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন সংগঠনের পরিবেশনায় ৭টি নাটক মঞ্চায়ন হবে।

প্রথম দিনে ঢাকার শূণ্যন থিয়েটারের পরিবেশনায়, মান্নান হীরা রচিত ও সুদীপ্ত চক্রবর্তীর নির্দেশনায় নাটক "লালজমিন" মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন মঞ্চ ও টিভি অভিনেত্রী মোমেনা চৌধুরী।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন