ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বাউফলে মেয়র জুয়েলের ক্ষতিগ্রস্থ ১০ দোকানিকে আর্থিক সহায়তা

বাউফলে মেয়র জুয়েলের ক্ষতিগ্রস্থ ১০ দোকানিকে আর্থিক সহায়তা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের দক্ষিণপট্টি টেম্পোস্ট্যান্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুনে ভস্মীভূত হওয়া ১৪ দোকানের মধ্যে ১০ দোকানিকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বাকি চার দোকানি উপস্থিত না থাকায় সহায়তা দেওয়া যায়নি। তাঁদেরকেও পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে জানানো হয়েছে।

আজ রোববার সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ওরফে জুয়েল ওই সহায়তা দেন।

এর আগে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুনে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।


 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন