বরিশালে নৌ বাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ


করোনাকালীন সময়ে কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আজ মঙ্গলবার বিকালে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন উদ্ধারকারী জাহাজ নির্ভিক’র প্লাট ফরমে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় অর্ধশতাধিক অসচ্ছল দুস্থদের মাঝে চাল, আটা, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে এমসিপিও (এক্স) ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইদুর রহমান খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসংগত, বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষ থেকে কোভিড-১৯ এর পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এবং নৌ-বাহিনীর প্রধানের নির্দেশনায় কমফ্লোট ওয়েস্ট এর সহযোগিতায় ত্রাণ হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিল নৌ-বাহিনীর জাহাজ এলসিটি ১০৫ এর সদস্যরা।
এমবি
