ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

দুই শতাধিক অসহায় পরিবারের পাশে 'সহচরী' 

দুই শতাধিক অসহায় পরিবারের পাশে 'সহচরী' 
ছবি : সহায়তা দিচ্ছেন 'সহচরী' এর সদস্যরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক পরিবারকে খাদ্য, অর্থ ও চিকিৎসা সহায়তা দিয়েছে 'সহচরী'। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন 'সহচরী'। সংগঠনটির ৯ জন সদস্য বর্তমানে অসহায় পরিবার গুলোকে পুনর্বাসিত করার চেষ্টা করছে৷ 

গতবছর (২০২০)  মোট ৬ ধাপে ১৮৯ পরিবারকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় অর্থ প্রদান করতে সক্ষম হয়।  এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে পুনরায়  ৭ম ও ৮ম ধাপে ৬০ জন মানুষকে খাদ্যসামগ্রী, চিকিৎসা খরচসহ বিভিন্ন ধরনের সহায়তা করেছে সংগঠনটি।এছাড়া অসহায় পরিবারগুলোর সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বল্প পুঁজি সরবরাহ করার চেষ্টা করছে তারা। 

এ ব্যাপারে সংগঠনটির সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ফেরদৌস বলেন, করোনা পরিস্থিতিতে সবারই উচিত একে অন্যের পাশে দাঁড়ানো। সেই চেতনা থেকে আমরা বরিশালের বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষদের জরুরী প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তা দেবার চেষ্টা করেছি। তবে বর্তমানে আমরা কর্মশক্তি সম্পন্ন অসহায় মানুষদেরকে ব্যবসা করার জন্য স্বল্প পুঁজি দেবার চেষ্টা করছি।  এক্ষেত্রে সচ্ছল মানুষদের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে ইতোমধ্যে কয়েকজন দুস্থ মানুষকে সরবরাহ করা হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন