মুলাদীর কাজিরচর ইউনিয়নে নগদ অর্থ বিতরণ


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের অতি দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার নগদ অর্থ মঙ্গলবার বেলা ১১ টায় মুলাদী উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন সদ্য যোগদানকারী মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নুর মোহাম্মদ হোসাইনী। ১৪৩৪ জন অতি দরিদ্র দুস্থ ও অসহায় পরিবারকে মোট ৬,৪৫,৩০০ শত টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা হানিফ মিয়া।
প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে বিশেষ ভিজিএফ ১০ কেজি করে চাল বিতরণ করে সরকার, এ বছর কোভিড -১৯ এর কারনে চাল না দিয়ে নগদ টাকা দিচ্ছে সরকার। অর্থ বিতরণ কালে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা,কর্মচারী ও সুবিধাভোগী লোকজন উপস্থিত ছিলেন।
এমবি
