১২০ পথশিশুর মুখে হাসি ফোটালেন জেলা প্রশাসক


বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ১২০ জন সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করেছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। তিনি নিজ উদ্যোগে ১১ মে মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয়ের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন’ আয়োজিত ঈদের নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদ সহ আয়োজক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
ঈদের নতুন পোশাক বিতরণ পূর্বক আলোচনায় জেলা প্রশাসক বলেন, ‘সমাজের বিত্তবানরা যদি এসকল কোমলমতি পথশিশুদের পাশে এসে দাঁড়ান তাহলে সমাজে আর পথশিশু বলে কিছু থাকবে না। এরাই আগামীর ভবিষ্যৎ, তাই তাদের দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আসুন আমরা এসকল সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই’। সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার পথশিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন।
এমবি
