ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ছাত্র ফেডারেশনের কমিটি ঘোষণা

ছাত্র ফেডারেশনের কমিটি ঘোষণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মশিউর রহমান খানকে সভাপতি ও সৈকত আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ছাত্র ফেডারেশনের দুই দিনব্যাপী ১৩তম কেন্দ্রীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে বৃহস্পতিবার নতুন এ কমিটি গঠন করা হয়।

ছাত্র ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা এবং সবার জন্য ঘুষ-তদবির ও দুর্নীতিমুক্ত চাকরির দাবিতে ঐক্যবদ্ধ হওয়া ও ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বানে ৩০ ও ৩১ মার্চ দুই দিনব্যাপী ছাত্র ফেডারেশনের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন হয়। সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে ২৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

ছাত্র ফেডারেশনের এ কমিটিতে সাদিক রেজাকে সহসভাপতি, ইলিয়াস জামান ও ফাতেমা রহমানকে সহসাধারণ সম্পাদক, শুভ দেব ও আল আমিন শেখকে সাংগঠনিক সম্পাদক, ফারহানা মানিককে অর্থ সম্পাদক, রূপক রায়কে দপ্তর ও পাঠাগার সম্পাদক, মহব্বত হোসেনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, তানভীর আলমকে সমাজকল্যাণ সম্পাদক এবং হাসান আল মেহেদীকে স্কুল-বিষয়ক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কার্যকরী সদস্য হয়েছেন জিন্নাত আরা, কলি কায়েয, আরিফ উদ্দীন, জান্নাতুল ফোয়ারা, মো. জাবের, সাকিবুল ইসলাম, লিমন সরকার ও গোলাম মোস্তফা।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন