ঢাকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

কলাপাড়ায় কৃষকের চার হাজার তরমুজ গাছ কর্তন, মামলা

কলাপাড়ায় কৃষকের চার হাজার তরমুজ গাছ কর্তন, মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়ায় চাঁদা টাকা না পেয়ে এক কৃষকের চার হাজার তরমুজ ফলনসহ গাছ কর্তন করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে। এ ঘটনায় সোমবার সকালে মাসুম বিল্লাহ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে অফিসার ইনচার্জ কলাপাড়া থানাকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  

মামলায় নামধারি ৬ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলো, মো. শাহআলম মৃধা (৬৫), জলিল মৃধা (৪৫), মাহাবুব মৃধা (৩৫), আঃ বারেক চৈকিদার (৫০), মনিরমৃধা (৩২), শানাল মৃধা (২০) বাবুল চৌকিদার (৪৫)। মামলা সূত্রে জানা যায়,  উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের আবদুল রাজ্জাক হাওলাদারের ছেলে মো. মাসুম বিল্লাহ ওরফে দুধা হাওলাদার  ২.৬৬ একর ভুমিতে তরমুজ চাষ করে। তরমুজ ফলন খুব ভাল হয়েছে। তা দেখে স্হানীয় মৃত মহেজ মৃধার ছেলে  মো. শাহআলম মৃধা (৬৫) তার দলবলসহ দুই লাখ টাকা চাঁদা দাবী করে। মাসুম চাঁদা টাকা দিতে অস্বীকার করায়  ৩০ মার্চ বুধবার দিবা গত রাত ১১ টা থেকে ভোর ৫ টায় মধ্যে শাহআলম মৃধা ও তার দলবল মাসুম বিল্লাহর চার হাজার তরমুজসহ গাছ কেটে ফেলেছে। এতে   মাসুম বিল্লাহর পাঁচ  লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়। পরে   স্হানীয়ভাবে মিমাংসার চেষ্টা ব্যর্থ হয়ে  সোমবার আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগি মাসুম বিল্লাহ। 

 
এ ব্যাপারে কলাপাড়া থানা ইনচার্জ মো, জসিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার অনুলিপি এখন পর্যন্ত থানায় পাওয়া যায়নি। পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ