ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

Motobad news

দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দক্ষিণ সুদানে শান্তি রক্ষা মিশনে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণকারী কফিল মজুমদার নামে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরালের মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে তার মরদেহটি ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

বিকেলে উপজেলার চরসীতা এলাকায় মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।  
ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার রামগতি উপজেলার চরসীতা এলাকার বাসিন্দা মৃত প্রানেশ মজুমদারের ছোট ছেলে।

তার চাচাতো ভাই উদয়ন মজুমদার বলেন, আমার ভাই সেনা সদস্য কফিল মজুমদার মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে গত ৬ এপ্রিল আনমিসে (দক্ষিণ সুদানে) মৃত্যুবরণ করেন। বুধবার (১৩ এপ্রিল) তার মরদেহ দেশে পৌঁছায়। ঢাকায় সব আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের জন্য আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে করে রামগতিতে নিয়ে আসে। বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন