ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

শিশুকে ‘যৌন নির্যাতন’, পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

শিশুকে ‘যৌন নির্যাতন’, পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ফেনীতে ১১ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই কনস্টেবলের নাম মোহাম্মদ ইউনুস। গ্রেপ্তার দেখানোর পর রাতেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছেলেটির মায়ের দায়ের করা মামলায় ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে। ইউনুস ফেনী মডেল থানার গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বরাতে জানা যায়, ভুক্তভোগী ছেলেটি শহরের একটি দোকানে কাজ করে। গত বছরের ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে শহরের রামপুর এলাকায় বাড়ি ফেরার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে ওই ছেলের গতিরোধ করে ইউনুস। এসময় অবৈধ মালামাল রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

পরে ছেলেটিকে ‘নাইট হোল্ড’ নামের আবাসিক একটি হোটেলে নিয়ে যায় ইউনুস এবং ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন করে। পরের দিনও একই অভিযোগ তুলে আবার তাকে আটক করে নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে যৌন নির্যাতন করেন করা হয়।

সবশেষ চলতি বছরের ৫ মার্চ ছেলেটিকে নতুন একটি মোবাইল ফোন উপহার দেওয়ার লোভ দেখিয়ে ইউনুস তাকে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী নিয়ে যায়। সেখানে একটি ঘরে আটকে রেখে ইউনুস ছেলেটিকে একাধিকবার যৌন নির্যাতন করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

ওসি বলেন, ঘটনাটি ছেলটির মা জানতে পারলে বৃহস্পতিবার তিনি বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। গ্রেপ্তার ইউনুসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন