ঢাকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

Motobad news

পটুয়াখালীতে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালীতে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ১ নং ব্রীজ সংলগ্ন দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইউসুফ মৃধা (৫৭)। দুর্গাপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মৃধার ছেলে ইউসুফ মৃধার ১নং ব্রীজ বাজারে ওষুধের দোকান ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা ব্যবসায়ী ইউসুফ মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে রেখে যায় তাকে। লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যায় পুলিশ।

পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হালদার জানান, নিহত ইউসুফ মৃধার ১নং ব্রীজ বাজারে ওষুধের দোকান ছিল। বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপের জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন