ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

ঈদ জামাতের নিরাপত্তায় কঠোর অবস্থানে মেট্রোপলিটন পুলিশ

ঈদ জামাতের নিরাপত্তায় কঠোর অবস্থানে মেট্রোপলিটন পুলিশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতর উদযাপন হবে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) আকরামুল হাসান বলেন, করোনার কারণে উন্মুক্ত স্থানে ঈদ জামাতের অনুমতি নেই। তবে গণজমায়েত রোধে এবং শৃঙ্খলা রক্ষায় নগরজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিনোদন কেন্দ্রে যেন স্বাস্থ্যবিধি মেনে চলে দর্শনার্থীরা, তা নিশ্চিত করবে পুলিশ।


বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, এবার বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হচ্ছে না। তবে মসজিদে যেসব জামাত অনুষ্ঠিত হবে তাতে যেন স্বাস্থ্যবিধি মেনে চলা হয়; সেজন্য প্রতিটি মসজিদ কমিটিকে সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

মসজিদে কতগুলো জামাত হবে তা নির্ধারিত না থাকলেও সর্বোচ্চ তিনটি জামাত হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার সভাপতি আলহাজ মাওলানা কাজী আবদুল মান্নান। তিনি বলেন, নগরীতে ৫০০ মসজিদ আছে; যার প্রতিটিতেই সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত সম্পন্ন করতে ইমামদের বলা হয়েছে।

ইমাম সমিতি জানিয়েছে, নগরীর কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায়, চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায়, জামে কসাই মসজিদে সকাল ৯টায় ও ১০টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টা ও ১০টায়, ল’ কলেজ জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, পুলিশ লাইন জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়, নুরিয়া স্কুল জামে মসজিদে সাড়ে ৭টা ও সাড়ে ৮টা এবং জেলখানা মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে কালেক্টরেট মসজিদে সকাল ৮টার জামাতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ঈদ জামাত আদায় করার কথা রয়েছে।

বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরিফ মাঠে সকাল ৯টায়। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৮টায়। 

এছাড়া সকাল সাড়ে ৮টায় ঝালকাঠির এনএস কামিল মাদরাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হজরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) দরবার শরিফে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন