দুমকিতে এক কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার


পটুয়াখালীর দুমকিতে পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ৮টার দিক এসআই মো. সাকায়েত হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানা ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট চলাকালে মো. যুবায়েদ হোসেন (২১), মো. মুসা আকন (২৫), মো. তাবজিল হোসেনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এইচকেআর
