ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

হাসানাত আব্দুল্লাহর হাতে নৌকা তুলে দিয়ে বিএনপি নেতাদের আ.লীগে যোগদান

হাসানাত আব্দুল্লাহর হাতে নৌকা তুলে দিয়ে বিএনপি নেতাদের আ.লীগে যোগদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম আকন, গৌরনদী উপজেলা বিএনপির প্রবীন নেতা শাহদাত হোসেন মিন্টু আকন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। 

সোমবার (১৮ এপ্রিল) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির হাতে ফুলের নৌকা দিয়ে তারা আওয়ামী লীগে যোগদেন। 

এসময়ে আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড.তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, বাবুগঞ্জ আওয়ামী লীগ নেতা ও জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু খান, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরন প্রমূখ। 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন