ঢাকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

Motobad news

পবিপ্রবিতে কর্মচারী পরিষদের ইফতার মাহফিল

পবিপ্রবিতে কর্মচারী পরিষদের ইফতার মাহফিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্মচারী পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত ভাইস-চ্যানসেলর প্রফেসর মোহাম্মদ আলী। 

অনুষ্ঠানে কর্মচারী পরিষদের সভাপতি মো. মজিবর রহমান মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরটিসি'র পরিচালক প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান টমাস, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বাদল। 

অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস সিকদার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন