ঢাকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

Motobad news

কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কলাপাড়ায় কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে বালীয়াতলী ইউনিয়নের নলবুনীয়া গ্রামে কিশোরীর নিজ বাড়ির দোতালায় তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত মুনিয়া ওই গ্রামের মুছা খানের মেয়ে।

মৃতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সকালে ঘুম থেকে উঠে বাড়ির মধ্যেই থাকে মুনিয়া। কিন্তু বেশ কিছুক্ষন মুনিয়াকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ করলে তাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, এ ঘটনা শুনে ঘটনাস্থলে আমি যাই , তবে কিশোরী মৃত্যুর আসল রহস্য এখনো জানতে পারিনি।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। এখনও মৃত্যুর কারন জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন