ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
  • বিজয়কে এখনি ফোকাস করা উচিত: মাশরাফি

    বিজয়কে এখনি ফোকাস করা উচিত: মাশরাফি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান ডিপিএলে রানের ফোয়ারা ছুটিয়ে জাতীয় দলে ফেরার দাবি আরও জোরদার করেছেন এনামুল হক বিজয়। একের পর এক সেঞ্চুরি হাফ সেঞ্চুরিতে নিজের ক্যারিয়ারের সেরা ঘরোয়া মৌসুম কাটাচ্ছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। জাতীয় দলের রাডারে বিজয়ের আসার এটাই যথার্থ সময় বলে মনে করছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

    মাশরাফি বলেন, ‘একটা জায়গা থেকে আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত কথা এখান থেকে রাডারের নিচে আসা। সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর বিজয়কে এখনই দেখভাল করা উচিত এই কারণে যে যেভাবে সে রান করছে, অবিশ্বাস্য! এমনকি টার্নিং উইকেট স্লো উইকেট, যেকোন উইকেট সে কিন্তু ডমিনেট করে রান করেছে।’

    তবে সরাসরি জাতীয় দলে ডাকার বিপক্ষে দেশসেরা অধিনায়ক। আর এখানে গণমাধ্যমেরও ভূমিকা চান ম্যাশ, ‘আমি একটা কথা মনে করি যে আমাদের ডমেস্টিকে যখন ভাল খেলে আপনাদেরও একটা স্ট্যান্ড নেয়া উচিৎ। কারণ এখান থেকে সরাসরি জাতীয় দল কেন? এখান থেকেও তো আরেকটা ধাপ থাকে। এইচপি বলেন, এ দল বলেন ঐ লেভেলটাও তো দেখতে হবে ওইখানে ও কেমন করছে।’ 

    তবে রেকর্ডবুকে নাম লেখানো বিজয়ের পারফরম্যান্স নিয়ে মুগ্ধতাই ঝরল মাশরাফির কণ্ঠে, ‘এটা এক্সেপশনাল ব্যাটিং, আপনি যেকোন লেভেল বলেন। আমাদের ডমেস্টিক ক্রিকেট লেভেল কিন্তু বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ অনেক উঁচু মানের। এখানে বিজয় যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে, ৮০০ প্লাস রান করেছে আমি মনে করি তাকে এখনই জাতীয় দলের আশেপাশে আনা উচিৎ। তাকে নিয়ে কাজ করা উচিৎ।’

    টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিজয়ের অভিজ্ঞতাকে আমলে নিয়ে এখনি তাকে ফোকাস করার ওপরও জোর দেন বাংলাদেশের অন্যতম সেরা এই অধিনায়ক, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, ওর সেঞ্চুরি আছে ফিফটি আছে। যেহেতু অভিজ্ঞ আমার মনে কেন নয়। ওকে এখনি ফোকাস করা উচিত। যদি কোন ইস্যু থাকে ক্লিয়ার করা উচিত সেটা।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ