ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুর যাচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার এই সফর বলে জানা গেছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগির তিনি ঢাকায় ফিরবেন। হাসপাতালের চিকিত্সকদের তত্ত্বাবধায়নে তার স্বাস্থ্য পরীক্ষা হবে।

গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়। এর আগে ২০১৯ সালের ১৪ জুলাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান ওবায়দুল কাদের।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন