ঢাকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

Motobad news

বাউফলে সাংবাদিক সম্মেলন করার আগেই মারা গেলেন আ.লীগ নেতা 

বাউফলে সাংবাদিক সম্মেলন করার আগেই মারা গেলেন আ.লীগ নেতা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জমি সংক্রান্ত বিষয় নিয়ে  শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের বাউফল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী এম এ বাশার ওরফে ডাবলুর (৫৭)। সে অনুযায়ি  বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাংবাদিকদের মুঠোফোনে দাওয়াত দিয়েছিলেন তিনি নিজেই। সাংবাদিক সম্মেলনের ব্যানারও তৈরি করেছিলেন। কিন্তু  সাংবাদিক সম্মেলন করার আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার  বিকেল তিনটার দিকে তাঁকে কালাইয়া বড় জামে মসজিদ মাঠে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এম এ বাশার ওরফে ডাবলু ছিলেন পটুয়াখালীর বাউফল উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক,  ‌বি‌শিষ্ট ব্যবসায়ী ও একজন শিক্ষানুরাগি।

তাঁর আকষ্মিক মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া নেমেছে। শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ওরফে জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম প্রমুখ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন