ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দৌলতখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিবেন এমপি মুকুল

দৌলতখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিবেন এমপি মুকুল
ছবি: দৌলতখানে আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করেন এমপি আলী আজম মুকুল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দৌলতখান পৌর-শহরের উত্তর মাথায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, পৌর কাউন্সিলর মো. হাসানসহ প্রমুখ।

এর আগে শুক্রবার  (১৪মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন জানান, হাসপাতালের সামনে অলি স্টোর মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে তবে দৌলতখান বিদ্যুৎ অফিসে একাধিকার ফোন করা হলেও তারা বিদ্যুৎ বন্ধ করেন নি। এতে দৌলতখান ফায়ার সার্ভিসহ  স্থানীয়ারা আগুন নিয়ন্ত্রণে বিপাকে পড়ে। 
 
পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা  ঘন্টাব্যাপী  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে তার আগেই একটি ডায়াগনোস্টিক সেন্টার, একটি ফাস্টফুডের দোকান, দুটি মুদি দোকানসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা বারবার মুর্ছা যাচ্ছেন। কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা এই দোকান দিয়ে সংসার ও ঋণের কিস্তি দিতাম। এখন আমাদের দোকান পুড়ে যাওয়ায় আমরা সর্বস্ব হারিয়েছি। কীভাবে নতুন করে ব্যবসা শুরু করবো এবং ঋণের টাকা দেবো তাই বুঝতে পারছি না।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমানঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়।


কে.আর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন