ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
  • বাংলাদেশী আর্চারদের বিশ্বকাপ শেষ

    বাংলাদেশী আর্চারদের বিশ্বকাপ শেষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কে অনুষ্ঠানরত আর্চারি বিশ্বকাপে ব্যর্থতা সঙ্গী হয়েছে বাংলাদেশী আর্চারদের। রিকার্ভ মিক্সড টিমে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন দিয়া সিদ্দিকী ও সাগর ইসলাম। রিকার্ভ পুরুষ এবং নারী এককেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের তীরন্দাজরা।

    তুরস্কের আন্তালিয়ায় আসরের পঞ্চম দিনে রিকার্ভ মিক্সড টিমের প্রথম রাউন্ডে রোমানিয়াকে ৫-১ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন দিয়া ও সাগর। তবে তৃতীয় ধাপে পৌঁছার লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে ৬-০ সেটে হেরে যায় বাংলাদেশের এই দুই আর্চার।

    পুরুষ রিকার্ভ এককে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ৫-৫ সমতার পর টাইব্রেকারে ৬-৫ সেটে তুরস্কের গোরকান মারাসের কাছে হেরে যান রোমান সানা।

    ইন্দোনেশিয়ার রিয়াউ সালসাবিল্লাকে ৭-১ সেটে হারিয়ে শেষ ষোলোয় ওঠেন সাগর। তবে পরের ধাপে পৌঁছানোর লড়াইয়ে ইউক্রেনের ইভান কোঝোকারের কাছে হেরে যান একই ব্যবধানে। বাংলাদেশের আরেক আর্চার রুবেলের যাত্রা থেমেছে শেষ ষোলোয় ওঠার ম্যাচেই। ইতালির মাউরো নেসপোলির কাছে ৬-১ সেট পয়েন্টে হেরেছেন তিনি।

    রিকার্ভ এককে মেয়েদের ইভেন্টে নাসরিন, দিয়া ও নিশা বিদায় নেন এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপেই। সবশেষ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) তিন ইভেন্টে সোনা জেতা নাসরিন হেরেছেন ৬-০ সেট পয়েন্টে। বাকি দু’জন লড়াই জমিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দিয়া ৬-৪ এবং নিশা টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে হেরে যান।

    কমপাউন্ড পুরুষদের এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ১৪৫-১৪০ পয়েন্টে জয় পান বাংলাদেশের মোহাম্মদ আশিকুজ্জামান। তবে শেষ ষোলোয় ১৪৭-১৪২ ব্যবধানে হেরে বিদায় নেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ