ভোলায় ১২ কেজি ওজনের মাগুর মাছ সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি


ভোলার বোরহানউদ্দিনে এক মাছ বেপারীর জালে ধরা পড়লো ১২ কেজি ওজনের মাগুর মাছ। পরে মাছটি সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার হাসান নগরের মির্জাকালু কাজিরহাট বাজারের পূর্ব পার্শের একটি পুকুর থেকে স্থানীয় মাছ বেপারী আজমের জালে ধরা পড়ে মাছটি। পরে ৩০০ টাকা কেজি দরে স্থানীয় কয়েকজন মিলে সাড়ে ৩ হাজার টাকায় কিনে নেন মাগুর মাছটি।
মাছ বেপারী আজম বলেন, মাছটি অনেক বছর আগের। পুকুরের মালিকগন কোনোরকমের খাদ্য ছাড়াই মাছ চাষ করায় আশাকরি মাছটি খেতেও অনেক মজা পাবে৷
এইচকেআর
