কাঁঠালিয়ায় আ.লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠিত


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
এতে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, জনপ্রতিনিধি, সরকারি কমকর্তা-কমচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের মুসুল্লিরা অংশগ্রহণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সঞ্চালনায় অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কুমার কর্মকার, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার।
ইফতারে অংশনেন কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ফাইজুল আলম ফিরোজ, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
ইফতার পূর্ববর্তী বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান।
এসএমএইচ
