ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
  • ধনুক সমস্যায় অসীম

      ধনুক সমস্যায় অসীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রিকার্ভ পুরুষে রোমান সানা যেমন দেশসেরা আরচ্যার, কম্পাউন্ড পুরুষে সেই নির্ভরতার নাম অসীম কুমার। বাংলাদেশ গেমসে কম্পাউন্ড র‌্যাকিং রাউন্ডে ৭০৪ স্কোর করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। বিশ্ব রেকর্ড থেকে মাত্র ১৪ স্কোর কম করেছিলেন।

    গত বছর বিশ্ব রেকর্ডের কাছাকাছি অবস্থান করা অসীম কুমার এই বছর একেবারে ভিন্ন পরিস্থিতিতে। চলতি বছর বাংলাদেশ আরচ্যারি তুরস্ক ও থাইল্যান্ডে দু’টি টুর্নামেন্ট খেলেছে। দু’টির একটিতেও দলে জায়গা করে নিতে পারেননি। ৪ মে ইরাকে আরেকটি মহাদেশীয় টুর্নামেন্টে যাওয়ার কথা। সেই টুর্নামেন্টেও নেই অসীম।

    এক সময় কম্পাউন্ড মানেই ছিল অসীম কুমার। সেই অসীম তার অনুপস্থিতির কারণ সম্পর্কে বলেন, ‘আসলে এই বছরের শুরুতে আমার ধনুক পরিবর্তন হয়েছে। নতুন ধনুকে আমি স্বাচ্ছন্দ্য মতো স্বাভাবিক খেলতে পারিনি। প্রতি টুর্নামেন্টের আগে আমাদের ট্রায়াল হয়। সেই ট্রায়ালে যারা ভালো করে তারাই টুর্নামেন্টের জন্য বিবেচিত হয়। নতুন ধনুকে ট্রায়ালে আমি পিছিয়ে ছিলাম’।
     
    অসীম জাতীয় চ্যাম্পিয়নশীপ খেলতেন তীরন্দাজ ক্লাব থেকে। সেই ক্লাবের ধনুকই ব্যবহার করতেন। ক্লাব বদল করে যোগ দিয়েছেন বাংলাদেশ পুলিশে। যে সংস্থার হয়ে খেলেন আরচ্যাররা সেই সংস্থাই ধনুক দিয়ে থাকে। পুলিশের নতুন ধনুকে মানিয়ে উঠতে পারছিলেন না অসীম। ফলে এবারের টুর্নামেন্টের বাছাইগুলোতে ভালো কিছু করতে পারেননি।
     
    পুলিশের ধনুকে একেবারে মানিয়ে নিতে কষ্ট হওয়ায় আবার পুরনো ধনুকে ফিরছেন অসীম, ‘কোচ মার্টিন আমার অবস্থা দেখছেন। তাই তিনি পুরনো ধনুক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। আমার আগের ক্লাব তীরন্দাজও এক্ষেত্রে সহায়তা করেছে। তারা আবার ধনুক দেয়ায় নতুন করে আগের ফর্মে ফেরার লড়াইয়ে রয়েছি’।

    ইরাকে চ্যাম্পিয়নশীপের পর আরো কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। ইসলামিক সলিডারিটি, এশিয়ান গেমসের মতো বড় বড় আসর রয়েছে এই বছরে। প্রথম চার মাসে নতুনদের চেয়ে পিছিয়ে পড়ায় খানিকটা আত্মবিশ্বাস কমে গিয়েছে অসীমের, ‘নতুনরা অনেকেই ভালো করছে। তারা স্কোর গড়েই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলছে। আমি চেষ্টা করব নিজেকে ফিরে পেয়ে এই বছর একটি বড় টুর্নামেন্ট খেলার। যদি সেটা না হয় তাহলে অনুশীলন করেই কাটাব এই বছরটা’।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ