ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি আটক করেছে। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল নাইট্যংপাড়াস্থ এলাকায় যানবাহনে তল্লাশিকালে হ্নীলা ইউনয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজির আহমদের ছেলে সাইফুল ইসলাম (২০) ও মুছনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সাইফুল ইসলামের ছেলে আবু হুরায়রা (১৯) কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন