২০২৬ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন ক্লপ


ইংলিশ ক্লাব লিভারপুলে চুক্তির মেয়াদ বাড়ালেন কোচ ইয়ুর্গেন ক্লপ। ২০২৬ সাল পর্যন্ত এই ক্লাবেই থাকবেন তিনি।
ক্লপের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৪ সালে। ধারণা করা হচ্ছিল, এরপর আর থাকবেন না জার্মান কোচ। কিন্তু নতুন চুক্তি করে ফেললেন। ক্লপের দুই সহকারী পেপিন লিন্ডার্স ও পিটার ক্রাভিয়েজও একই মেয়াদে চুক্তি করেছেন।
৫৪ বছর বয়সী ক্লপ বলেছেন, “এই খবর সম্পর্কে আমি কেমন অনুভব করছি সেটা বর্ণনা করতে আমাকে অনেক শব্দের ব্যবহার করতে হবে। শুরুটা করা যায় এভাবে, আমি আনন্দিত, বিনীত, ধন্য এবং রোমাঞ্চিত।”
২০১৫ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে অ্যানফিল্ডে সাফল্য উপভোগ করেছেন ক্লপ। ২০২০ সালে ক্লাবের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ জেতান। তার আগের বছর জেতে চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এছাড়া সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও কারাবাও কাপ ট্রফিও জিতিয়েছেন এই জার্মান কোচ।
এমইউআর
