ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই

মাইক্রোবাস ও থ্রি হুইলারে গন্তব্যে ফিরছেন যাত্রীরা

মাইক্রোবাস ও থ্রি হুইলারে গন্তব্যে ফিরছেন যাত্রীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল থেকে কাঠালবাড়ি রুটের অবৈধ মাইক্রোবাস সার্ভিসে এবং থ্রি হুইলারে শত শত যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন। লঞ্চ এবং দূরপাল্লা রুটের বাস বন্ধ থাকায় চাপ পড়েছে এসব যানবাহনে। এসকল যানবাহনে স্বাস্থ্য বিধি উপেক্ষিত হচ্ছে।  যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। 

নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালে সোমবার দেখা গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানগামী মানুষের উপচে পড়া ভিড়। কোন গণপরিবহনেই রক্ষা হচ্ছে না শারীরিক দূরত্ব। 

মাস্কও পড়েননি বহু যাত্রী। যাত্রীরা জানান, পারিবারিক ও সামাজিক নানা প্রয়োজনে ঈদের বন্ধে বরিশাল এসেছিলেন। কিন্তু এখন গন্তব্যে যেতে সমস্যায় পড়ছেন। দূরপাল্লা রুটের বাস চলাচল করলে যাত্রীদের গন্তব্যে যেতে সমস্যা হত না বলে জানিয়েছেন তারা। এদিকে, সড়ক পথে যাত্রীর চাপ কমাতে লঞ্চ চলাচলের দাবী জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন