ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

যাত্রীর চাপ নেই পাটুরিয়া ফেরিঘাটে

যাত্রীর চাপ নেই পাটুরিয়া ফেরিঘাটে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঈদে ঘরমুখো মানুষের পারাপারের জন্য পাটুরিয়া ফেরিঘাটে ৫ টি ফেরিঘাট চালু রয়েছে। যেখানে বাস, ছোট গাড়ি প্রাইভেট কারের জন্য আলাদা আলাদা ঘাটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি লঞ্চ সার্ভিস সচল রয়েছে ঘাটে। প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষ ও পরিবহনের ঢল নামে এই ঘাটে তবে এবছর সেরকম কোন চাপ লক্ষ্য করা যায় নি।

আজকে (১ মে রবিবার) সকালে ঘাট এলাকায় পরিবহনের একটি লম্বা সারি লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সে চাপ একদমই কমে যায় এবং দুপুর শেষে ঘাট এলাকা সম্পূর্ণরূপে ফাঁকা হয়ে যায়। সকালে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ ছিল তবে সেই চাপ এখন নেই। স্বাভাবিক ভাবেই এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আজকের আগে পূর্বের দিন গুলোতেও যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা যায় নি‌। ঘাট পারাপারের জন্য কিছু সকলের কিছু সময় পরিবহনের সারি লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে সে চাপ একদমই কমে এসেছে।

এবারের ঈদযাত্রা ভোগান্তি মুক্ত রাখতে কতৃপক্ষের প্রস্তুতি নজর কেড়েছে। ঈদে ঘরমুখো মানুষের পারাপারের জন্য পাঁচটি ঘাটে মোট ২১ ফেরি ও আরিচা পয়েন্টে ৪ টি ফেরি সার্ভিস এবং লঞ্চ ঘাটে ৩২ টি লঞ্চ চলাচলের ব্যবস্থা রেখেছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।

বিআইডব্লিউটিসির উপ মহাপরিচালক খালেদ নেওয়াজ সাংবাদিকদের জানান ঘাটে এবার ভোগান্তি হীন ঈদযাত্রা উপহার দিতে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঘাটের ২১ টি ফেরি সার্ভিস সচল রয়েছে এবং ফেরির স্পিড স্বাভাবিক সময়ের চেয়ে বাড়িয়ে দেওয়ার ট্রিপ সংখ্যা বেড়েছে। সেই সাথে নদীর মাঝে তীব্র স্রোত না থাকায় অল্প সময়ের মধ্যে ঘাট পারাপার সম্ভব হয়েছে। এখন প্রতিটি ফেরি ঘাট পারাপারের জন্য সময় নিচ্ছে ৩০ থেকে ৪০ মিনিট।

আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের ৮০০ জন সদস্য ঘাট এলাকায় কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার অনৈতিক কাজ বন্ধ রাখতে তারা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান ঘাটে সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতা মূলক রেকর্ড পোগ্রাম মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের শোনা হচ্ছে এবং সকল যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে, তিনি জনসাধারণকে সচেতন ভাবে ঘাট এলাকায় পারাপারের জন্য আহ্বান করেন। ঘাটে পুলিশের পাশাপাশি বিজিবি সহ আনসার ও স্কাউট সদস্য মোতায়েন রয়েছে।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন