ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
  • সাংবাদিককে মাঠে ঢুকতে না দেওয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    সাংবাদিককে মাঠে ঢুকতে না দেওয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বসুন্ধরা কিংসের নিজস্ব স্টেডিয়াম বসুন্ধরা কিংস অ্যারেনাকে হোম ভেন্যু বানিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এই মাঠেই প্রতিপক্ষকে আতিথেয়তা দিচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গত ২৫ এপ্রিল কিংস অ্যারেনাতে শেখ রাসেলের প্রতিপক্ষ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচেই ঘটে ঘটনা।

    মোহামেডানের বিপক্ষে ম্যাচটিতে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে মাঠে প্রবেশ করতে দেয়নি শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তারা। সাংবাদিককে না ঢুকতে দেওয়ায় পরে ওই বেসরকারী টিভি চ্যানেল থেকে প্রতিবেদন প্রকাশ করা হয়।

    যা পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নজরে আসলে ব্যবস্থা নেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাফুফের শৃঙ্খলা কমিটি শেখ রাসেল ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

    সোমবার রাতে বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম মোহামেডান স্পোর্টিং লিমিটেডের মধ্যকার খেলার ম্যাচ কমিশনারের রিপোর্টসহ চ্যানেলে গত ২৫ তারিখে প্রকাশিত সংবাদ হতে পরিলক্ষিত হয় যে উল্লিখিত খেলা প্রচারের জন্য ওই টিভি চ্যানেলকে বসুন্ধরা কিংস অ্যারেনা ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ প্রদান করা হয়।’

    শেখ রাসেল ক্রীড়া চক্রকে বাফুফে নির্দেশ দেয়, আগামী ৯ জুনের মধ্যে যাতে বাফুফে'র অ্যাকাউন্টে জরিমানার অর্থ জমা দেয়া হয়।

    শেখ রাসেল ক্রীড়া চক্র ছাড়াও সোমবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দল ফর্টিস এফসি ক্লাবকেও এক লাখ টাকা জরিমানা করে বাফুফে শৃঙ্খলা কমিটি। ফর্টিস এফসি ক্লাব গত ২৭ এপ্রিল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ওয়ারি ক্লাবের মুখোমুখি হয়। ওই ম্যাচ শেষে ওয়ারি ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়ান ফর্টিসের খেলোয়াড় ও কর্তারা। জরিমানা ছাড়াও ফর্টিস ক্লাবের সহকারী কোচ আতিকুর রহমানকে আগামী ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ