রাজাপুরে আ’লীগ নেতাকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার


ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হালিম খলিফা (৪৮) নামে এক আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই এলাকার মৃত মজিদ খলিফার ছেলে। নিহত হালিম নিজের জমিজমা দেখা শোনা করার পাশাপাশি কৃষিকাজ করতেন। এ ঘটনায় সোমবার গভীর রাতে নিহতের স্ত্রী সুখি বেগম বাদি হয়ে ১২ জনের নামউল্লেখপূবর্ক ১৯ জনের বিরুদ্ধে হত্যার ধারায় মামলা দায়ের করেছেন।
পুলিশ রাতেই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মামলার আসামী মন্টু খলিফা (৪৫), তার স্ত্রী শিউলী বেগম (৩০) ও সেলিম খান (৬০) নামে ৩ জনকে আটক করেছে। এহামলার ঘটনায় নিহত আ’লীগ নেতার স্ত্রী সুখি বেগম (৩৫), সুখির দুই ভাই লিটন তালুকদার (৪৮) ও সাইফুল তালুকদার (২৬)।
মামলার বাদি সুখি বেগম ও আহত সাইফুল তালুকদার অভিযোগ করে জানান, হালিম খলিফা ও একই বাড়ির প্রতিপক্ষ মন্টু খলিফার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে কয়েক দফায় শালিশ হলেও বিরোধের সুরাহা হয়নি। কয়েকদিন ধরে এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিলো।
এসব ঘটনার জেরে মঙ্গলবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, সেনা সদস্য তুহিন খান, সেলিম খান, মন্টুর স্ত্রী শিউলী, শাহিন, সোহাগ, সজীব, শামিম ও শাওনসহ ১৫/২০ জন্য পূর্ব পরিকল্পিতভাবে দাড়ালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে হালিম খলিফা ও তার স্ত্রী সুখি বেগমকে জখম করে। নিহত হালিম খলিফার বড় বোন ফেরদৌসি আক্তার জানায়, প্রতিবেশী মন্টু খলিফার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে হালিমের বিরোধ চলছিল।
সোমবার রাত ৮টার দিকে হালিম ও তার সম্বন্ধি লিটন ও শ্যালক সাইদুল ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় প্রতিপক্ষরা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে হালিমে তলপেট মারাত্মক জখম হয়ে গুরুতর আহত হয় এবং লিটন তালুকদার ও সাইফুল তালুকদারকেও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
এ সময় হালিমের চিৎকারে তাঁর স্ত্রী সুখি আক্তার ছুটে এলে তাকেও আহত করা হয়। এ পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে হালিম খলিফাকে মৃত ঘোষণা করে কতর্বরত চিকিৎসক। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কনক প্রভা জানান, হালিমের তলপেটে ধারাল অস্ত্রের আঘাতে হওয়া গভীর ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হালিমের মৃত্যু হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘নিহত হালিম খলিফার স্ত্রী সুখি বেগম বাদি হয়ে ১২জনের নাম উল্লেখসহ ১৯ জনের বিরুদ্ধে গভীর রাতে মামলা করেছেন। পুলিশ এ মামলার ১ নম্বর আসামী মন্টু খলিফাসহ ৩ আসামীকে রাতেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরের পর আদালতে প্রেরন করা হবে। বর্তমানে ওই এলাকায় পুলিশি অভিযান চলছে, অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তেরর জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
এমবি
