ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ‍১

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ‍১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১০বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, শিবগঞ্জ থানাধীন আজমতপুর মন্ডলপাড়া (গাড়াপাড়া)আশাবুদ্দিন কালুর ছেলে টুটুল হোসেন (৩৩)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসগর আলীর নেতৃত্বে এসআই আরিফ ও এসআই মাহফুজ ডিবির সঙ্গীয় ফোর্স নিয়ে শিবগঞ্জ থানাধীন আজমতপুর মন্ডলপাড়া এলাকায় বুধবার (১৮ মে) গভীর রাতে অভিযান চালিয়ে টুটুল হোসেনের বাড়িতে তার শয়নঘর থেকে ১১০ বোতল ফেন্সিডিলসহ টুটুলকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন