ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
মতবাদ সম্পাদকের শোক প্রকাশ

এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ’র ইন্তেকাল

এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ’র ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না....রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকার মৌচাকের নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে বলে জানিয়েছেন এম রহমান নিউজ এজেন্সি সূত্র।

মরহুম হারুন অর রশিদ’র বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

আজ বুধবার যোহর নামাজ বাদ বরিশাল পুলিশ লাইন্স জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসংগত, মরহুম হারুন অর রশিদ’র গ্রামের বাড়ি বরিশালের চরকাউয়া ইউনিয়নের চরকরনজি গ্রামে।

এদিকে হারুন অর রশিদ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক পরিষদ বরিশাল বিভাগের  সাধারণ সম্পাদক  এস এম জাকির হোসেন। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

একইসাথে শোক ও সহানুভূতি প্রকাশ করেছে ‘দৈনিক মতবাদ পরিবার’।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন