ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
  • ৪২ বছরের অপেক্ষা ঘুচলো ফ্রাঙ্কফুর্টের

    ৪২ বছরের অপেক্ষা ঘুচলো ফ্রাঙ্কফুর্টের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে ঘুচলো ৪২ বছরের আক্ষেপ। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হলো জার্মানির ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। বুধবার রাতে সেভিয়ার রেমন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে টাইব্রেকারে রেঞ্জার্সকে হারিয়ে শিরোপা জেতে জার্মান ক্লাবটি।

    ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র থাকা ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে রেঞ্জার্সকে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা হাতে তোলে ফ্রাঙ্কফুর্ট।

    ফাইনালের প্রথমার্ধ্বে আক্রমণ-প্রতিয়াক্রমণেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধ্বের শুরু থেকেই খেলার ধার বাড়িয়ে দেয় ফ্রাঙ্কফুর্ট।

    খেলার ধারার বিপরীতে ৫৭ মিনিটে ম্যাচের প্রথম গোলটি খেয়ে বসে ফ্রাঙ্কফুর্টই। রেঞ্জার্সের হয়ে গোল করে দলকে এগিয়ে নেন জোয়ে আরিবো। বলের পেছনে ছুটতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফ্রাঙ্কফুর্ট ডিফেন্ডার তুতো মাটিতে পড়ে গেলে তার সঙ্গে থাকা আরিবো বক্সে ঢুকে বাঁ-পায়ের শটে রেঞ্জার্সের জালে বল জড়ান।

    ১২ মিনিট পর মাউরির গোলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। বাঁ-দিক থেকে ফিলিপ কোস্তিচের পাসে ছয় গজ বক্সের মুখে প্রতিপক্ষের খেলোয়াড় বাধা দেওয়ার আগেই পা বাড়িয়ে বল জালে ঠেলেন কলম্বিয়ান ফরোয়ার্ড। এরপর আর কোনো দলই গোলের দেখা না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল ক্রতে ব্যর্থ দুই দলই।

    ফ্রাঙ্কফুর্টের প্রথম ৪টি শটই রেঞ্জার্সের জাল খুঁজে নেয়। অন্যদিকে রেঞ্জার্সের অ্যারন রামসির নেওয়া রেঞ্জার্সের চতুর্থ শট আটকে দেন ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক কেভিন ট্রাপ।

    ফ্রাঙ্কফুর্টের হয়ে পঞ্চম শট থেকে গোল করতে পারলেই চ্যাম্পিয়ন। মাউরির নেয়া পঞ্চম শটটি জালে জড়াতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে ফ্রাঙ্কফুর্টের ক্লাবটির খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকরা।

    ৪২ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জিতল ফ্রাঙ্কফুর্ট। সবশেষ ১৯৮০ সালে আরেক জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) জিতেছিল তারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ