চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মাবিয়া বেগম (৬৫) নামের একজন মহিলা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ই এপ্রিল) গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের নগরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মাবিয়া নগরপাড়া গ্রামের মো. রাকিবের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা দিকে মাবিয়া বেগম রাস্তার পাশে ধানের খড় (চারা) ঝাড় দিচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টটি ও চালককে আটক করা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর
