চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে ১ জন নিহত: আহত ১১


চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রাক্টর উল্টে একজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো ১১জন আহত হয়েছে। নিহত শাজাহান আলী (৪৫) সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার শাহেদ দফাদারের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন জানান, রাজশাহীর তানোর এলাকা থেকে ধান কাটা শেষে মজুরির ধানসহ ১২ জন শ্রমিক একটি ট্রাক্টরে করে বাড়ি ফিরছিল।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলার সদর উপজেলার আতাহার নয়ানগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনায় আহত ১২ জনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাজাহান আলী কে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনকে মো.সাদেকুল (৫০) সাদেকুল (৪০), মো. আলামিন (২০) প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। এছাড়া
মো. আবু ছায়ের (৪৫), আহাদ (৩৫), আবু হোসেন (৫০), কাওছার (২৫), নাছির (৫০), সোহবুল (২৮) , এনামুল (৫০) চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এইচকেআর
