ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কৃষকের হাতে কৃষি বীজ পৌঁছে দিলেন এমপি শাওন

কৃষকের হাতে কৃষি বীজ পৌঁছে দিলেন এমপি শাওন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনা মহামারীতে খাদ্য নিরাপত্তা জোরদার করণের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করতে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের হাতে কৃষি বীজ পৌঁছে দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার (১৯ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ধলিগৌরনগর ও চরভূতা ইউনিয়নের প্রায় পাঁচশত কৃষকের হাতে বিভিন্ন শাক-সবজির এ বীজ পৌঁছে দেন তিনি।

এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা কৃষকদের উন্নয়নে কাজ করছেন। বর্তমান সরকার নানানভাবে কৃষকদের সহায়তা দিচ্ছে। যাতে কৃষকরা কম খরচে অধিক ভাবে লাভবান হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, ইউএনও আল-নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন প্রমুখ।


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন