ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা যাবে না - এমপি মুকুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা যাবে না - এমপি মুকুল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র  দিয়েছেন। জাতির পিতার জন্ম না হলে আমরা স্বাধীন ভাবে বসবাস করতে পারতাম না, মাতৃভাষায় কথা বলতে পারতাম না। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত  সম্পন্ন হচ্ছে। দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

সোমবার বিকালে দৌলতখান গজনবী স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ্ব১৭ )  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এসব কথা বলেন। 

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান  মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আ'লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌরসভা একাদশ ও  ভবানীপুর একাদশের মধ্যকার ফাইনাল খেলায়  ভবানীপুর একাদশ জয়লাভ করে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন