ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের আট হাজার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্থানীয় ইউপি মেম্বারের বসতঘর সহ ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নেরর হাট হাজার গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন।

 
ঘটনার প্রত্যক্ষদর্শী সায়েস্তাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাওলাদার ওরফে হান্নান মেম্বার জানান, ‘রাত সাড়ে ৭টার দিকে তার ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে।
 

তিনি বলেন, ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। কিন্তু তাদের আসতে দেরি হওয়ায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের বরিশাল সদর এবং বরিশাল সদর (দক্ষিণ) স্টেশনের পৃথক দুটি ইউনিট ঘটনালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুনে ছয়টি ঘর পুরোপুরি পুড়ে যায় বলে দাবি ইউপি সদস্য হান্নানের।

তার দাবি আগুনে নিজের ঘরটি সহ পার্শ্ববর্তী তার ভাই সুমন হাওলাদারের, প্রতিবেশী শাহে আলম হাওলাদার, মনির মোল্লা, আয়ুব আলী হাওলাদার ও কাওসার হাওলাদারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব মিলিয়ে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে বলে দাবি ইউপি সদস্য হান্নানের।

এদিকে, ‘ঘটনাস্থলে থাকা বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি সায়েস্তাবাদ ইউনিয়নে হলেও আমাদের চরমোনাই’র রাজারচর হয়ে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে। রাস্তা এতোটাই সরু যে গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে অনেক ঝামেলা হয়েছে।
 

তিনি বলেন, ‘ঘটনাস্থলে ৯টি ঘর ছিল। তার মধ্যে পাঁচটি ঘর পুড়ে গেছে। এর একটি ঘর পুড়ে যাওয়া থেকে রক্ষা করতে স্থানীয় ভেঙে ফেলেছে। বাকি দুটি ঘর আমরা রক্ষা করতে পেরেছি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন