ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

পাগলা নদীতে গোসলে করতে নেমে দুই শিশুর মৃত্যু 

পাগলা নদীতে গোসলে করতে নেমে দুই শিশুর মৃত্যু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসলে করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কানসাট কালভার্ট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হল- উপজেলার কানসাট ইউনিয়নের ঝাউবাজার এলাকার মুস্তাকিমের ছেলে মমিন (১২) ও আবু তাহের (১৪)।

স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে মমিন ও আবু তাহেরসহ চার বন্ধু পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় মমিন ও আবু তাহের। বিষয়টি আঁচ করতে পেরে অপর ২ বন্ধু চিৎকার করলে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। 

শিবগঞ্জ থানার ওসি চৌধুরি যোবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন