সাকিব-লিটনে জুটির পঞ্চাশ


মুশফিকুর রহিমের বিদায়ের পর লড়াই চালিয়ে যাচ্ছেন সাকিব-লিটন। সাকিবের আগ্রাসী ব্যাটিংয়ে ষষ্ঠ জুটির ফিফটি এলো দ্রুতই। পুল শটে সাকিবের তিন রানে জুটির পঞ্চাশ এলো ৫৮ বলে। তাতে সাকিবের অবদান ১৩ বলে ২৩, লিটন ৪৬ বলে ২২। এই জুটি বড় হলে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর সম্ভাবনাও বেড়ে যাবে।
৫ উইকেট হারিয়ে ১২৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৪২ রানে লিটন ও সাকিব আছেন ৩৬ রানে। বাংলাদেশ এখনো ১৪ রানে পিছিয়ে।
এর আগে মুশফিকের বিদায়ে সকালের সেশনেই উইকেট হারায় বাংলাদেশ। রাজিথার বলে বোল্ড হয়ে ৩৯ বলে ২৩ রানে ফেরেন মুশফিক।
এমইউআর
